ছাত্র

Description

সাদা শার্ট,কালো প্যান্ট  সাদা জুতা। সাদা শার্টের বাম পাশের পকেটের উপর বিদ্যালয়ের নিজস্ব মনোগ্রাম যুক্ত একটি ব্যাজ সেটে দিতে হবে।  বিদ্যালয় থেকে সরবরাহ করা  ID Card গলায় ঝুলিয়ে পড়তে হবে। 

Badge

 সকল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের মনোগ্রামযুক্ত ও সচিত্র আত্মপরিচয়জ্ঞাপক একটি ব্যাজ গলায় ঝুলিয়ে  পরে আসা বাধ্যতামূলক । বিদ্যালয় অফিস থেকে অর্থের বিনিময়ে সেই ব্যাজটি সংগ্রহ করতে হবে । সচিত্র আত্মপরিচয়জ্ঞাপক ব্যাজ তৈরী করতে পাসপোর্ট সাইজের একটি ছবি ,লিখিত আত্মপরিচয় পত্র , ব্লাড গ্রুপ (ল্যাবোরেটরিতে পরীক্ষিত) প্রমাণপত্রসহ নির্ধারিত ফি জমা দিয়ে ব্যাজ সংগ্রহ করতে হবে। 

ছাত্রী

Description

নীল কামিজের সাথে সাদা রংয়ের স্যালোয়ার, ওড়না, ব্যাল্ট, স্কার্ফ ও সাদা জুতা। 

Badge

 সকল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ের মনোগ্রামযুক্ত ও সচিত্র আত্মপরিচয়জ্ঞাপক একটি ব্যাজ গলায় ঝুলিয়ে  পরে আসা বাধ্যতামূলক । বিদ্যালয় অফিস থেকে অর্থের বিনিময়ে সেই ব্যাজটি সংগ্রহ করতে হবে । সচিত্র আত্মপরিচয়জ্ঞাপক ব্যাজ তৈরী করতে পাসপোর্ট সাইজের একটি ছবি ,লিখিত আত্মপরিচয় পত্র , ব্লাড গ্রুপ (ল্যাবোরেটরিতে পরীক্ষিত) প্রমাণপত্রসহ নির্ধারিত ফি জমা দিয়ে ব্যাজ সংগ্রহ করতে হবে।